Ad Code

Ticker

7/recent/ticker-posts

ABTA TEST PAPER SOLUTION GEOGRAPHY PAGE 164 // GEOGRAPHY// TARGET 2023

 ABTA TEST PAPER SOLUTION GEOGRAPHY PAGE 164 // GEOGRAPHY// TARGET 2023



সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো (সকল প্রশ্ন আবশ্যিক) : 

(i) অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া অন্য যে বিষয়ের ওপর নির্ভর করে তা হলো- (a) পাত সঞ্চালন (b) ভর সঞ্চালনের পরিমাণ (c) নদীর স্রোত (d) জলের পরিমাণ।

 (ii) ভূ-ত্বকের উঁচু ও নীচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বল হয়- (a) ইউস্ট্যাটিক সঞ্চলন (b) পর্যায়ন (c) সমস্থিতি (d) অবরোহণ

(iii) ভৌমজলের চলাচল বা পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো- (a) জীে অবক্রম (b) উদ্ভিদ আচ্ছাদন (c) অনুশ্রবণ (d) পৃষ্ঠ প্রবাহ।

 (iv) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়- (a) সৈকতভূমি (b) পুরোদেশীয় বাঁধ (2) ব্রো হোল (d) প্রবাল প্রাচীর।

 (v) নদীর ক্ষয়চক্রের পরিণত পর্যায়ে সৃষ্টি হয়- (a) পরবর্তী নদী (b) বিপন্না নদী (c) অনুগামী নদী (d) অধ্যারোপিত নদী।

(vi) ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়াবিশিষ্ট অংশকে বলে- (a) ঘূর্ণী (b) কুগুলী বলা (c) চক্ষু (d) শীর্ষ।

(vii) ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হয়- (a) উষ্ণ সমুদ্রপৃষ্ঠে (b) উষ্ণ ভূ-পৃষ্ঠে (c) সমুদ্রপৃষ্ঠে (d) বরফ পৃষ্ঠে।

 (viii) মৌসুমী বায়ুপ্রবাহ হলো একধরনের- (a) নিয়ত বায়ু (b) সাময়িক বায়ু (c)স্থানীয় বায়ু (d) আকস্মিক বায়ু।

 (ix) ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত- (a) জলদাপাড়ায় (b) গোরুমারার  (c) সুন্দরবনে (d) কাজিরাঙায়।

 (x) 'বাস্তুতন্ত্র' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী- (a) ডারউইন (b) ট্র্যান্সলে (c) (c) ওডাম (d) সি জে ব্যারো।

(xi) প্রাকৃতিক বিপর্যয় নয়— এমন ঘটনাটি হলো— (a) হড়পা বান (b) সুনামি (e) সুপার সাইক্লোন (d) মিথাইল আইসোসায়ানাইড গ্যাস দুর্ঘটনা। 

(xii) স্থানাস্তর কৃষি ভারত ও বাংলাদেশে যে নামে পরিচিত তা হলো- (a) তামরাই (b) লাদাং (c) ঝুম (d) রোকা।

 (xiii) সারা বছর শাকসবজি চাষকে কী বলে- (a) পোমাম কালচার (b) ওলেরি কালচার (c) ট্রাকফার্মিং (d) ফ্লোরি কালচার।

(xiv) ‘সবুজ বিপ্লব' কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন- (a) ড. হাসার (b) ড. নরম্যান আর্নেস্ট (c) ড. বোরলগ (d) উইলিয়াম এস গড ।

 (xv) নিম্নলিখিত যেটি বিশুদ্ধ কাঁচামালভিত্তিক শিল্প— (a) লৌহ-ইস্পাত (b) শর্করা (c) কাগজ (d) বস্ত্রবয়ন

(xvi) তথ্যপ্রযুক্তিগত আদান-প্রদানের মাধ্যম হলো - (a) কথ্যভাষা (b) সংকেত (c) ছাপা অক্ষর (d) বেতার যন্ত্র।

(xvii) পরিবহনের কোন মাধ্যমকে আধুনিক যুগে উন্নয়নের জীবনরেখা বলে? (a) বিমানপথ (b) সড়কপথ (c) সমুদ্রপথ (d) রেলপথ।

(xviii) বিশ্বের একটি জনবিরল দেশ হলো - (a) ইথিওপিয়া (b) জার্মানি (c) উগান্ডা ( d) অস্ট্রেলিয়া 

(xix) জনবিস্ফোরণ সৃষ্টি হয় – (a) জনাকীর্ণতার ফলে (b) কামাজনসংখ্যার ফলে (c) জনস্বল্পতার ফলে (d) এদের কোনোটিই নয়।

(xx) ভারতের ‘সিলিকন ভ্যালি' নামে বিখ্যাত শহরটি হলো— (a) কলকাতা (b) মুম্বাই (c) ব্যাঙ্গালুরু (d) পুনে।

(xxi) জলবিন্দু বসতি দেখা যায়- (a) শুষ্ক মরু অঞ্চলে (b) নিরক্ষীয় আর্দ্র অঞ্চলে (c) নাতিশীতোষ্ণ অঞ্চলে (d) ভূমধ্যসাগরীয় অঞ্চলে। 

*********************************************************************************

নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

(i) মৃত্তিকা পরিলেখের A ও B স্তরকে একত্রে কী বলে? 

সোলাম 

(ii) চুনাপাথরের মেঝে বা কারেন ক্ষেত্র কাকে বলে? 

চুনাপাথরগঠিত অঞ্চলে দ্রবণের ফলে অসংখ্য কারেন ও ক্লিন্টস গড়ে উঠলে যে এবড়ােখেবড়াে ভূপৃষ্ঠ সৃষ্টি হয়, তাকে চুনাপাথরের মেঝে বা কারেন ক্ষেত্র বলে।

অথবা, প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টির ক্ষেত্রে কোন্ কোন্ বিষয়গুলি গুরুত্বপূর্ণ। 

(i) শীতল ভূপৃষ্ঠ, (ii) উচ্চ বায়ুচাপ, (iii) শীতল বায়ুপ্রবাহ ইত্যাদি।

(iii) জঙ্গল উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। 

শুষ্ক অঞ্চলে যেসব ক্ষুদ্রাকৃতির উদ্ভিদ জলের অভাবকে এড়িয়ে চলার জন‍্য অতি অল্প সময়ের মধ্যে জীবনচক্র সম্পন্ন করে ফেলে, তাদের খরা বর্জনকারী উদ্ভিদ বলে। বর্ষা ঋতুর শুরুতে বীজের অঙ্কুরোদগম হয়, তারপর দ্রুত বেড়ে ওঠে পূর্ণতা লাভ করে ফুল ফোটায় ও মাটি শুকিয়ে যাওয়ার আগে বীজ উৎপন্ন করে.

অথবা, মৃত্তিকাস্থিত পুষ্টিমৌল কী? 

উদ্ভিদ তার নিজের বৃদ্ধির জন্য বায়ু থেকে CO২, মৃত্তিকা থেকে খনিজ লবণ ও জল এবং সূর্য থেকে আগত আলাে ব্যবহার করে সালােকসংশ্লেষের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। এদের মধ্যে খনিজ ও জল প্রধানত মূত্তিকা থেকে সরবরাহ হয়ে থাকে। এই খনিজ ও জলকে মৃত্তিকাস্থিত পুষ্টিমৌল বলে।

(iv) জিন বৈচিত্র্য সংরক্ষণ কী? 

কোনাে একটি প্রজাতির মধ্যে যে জিন ভাণ্ডার থাকে তার সংরক্ষণকে জিন বৈচিত্র্য সংরক্ষণ বলে।

অথবা, লুপ্তপ্রায় প্রাণী বলতে কী বোঝো?

জীববৈচিত্র্যে যেসব জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী প্রজাতির এখনো  সম্পূর্ন বিনাশ ঘটেনি কিন্তু ভবিষ্যতে বিলুপ্ত হয়ার সম্ভবনা আছে , সেইসব প্রজাতিকে  লুপ্তপ্রায় প্রাণী প্রজাতি বলে। 

 (v) থিংক ট্যাংক কোন্ স্তরের কর্মীদের বলা হয়? 

পঞ্চম স্তর বা সােনালি কলার কর্মীদের থিংক ট্যাংক বলা হয়

অথবা, আউটসোর্সিংবলতে কী বোঝো।

কোনো নির্দিষ্ট কাজ নিজেরা না করে অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যকে দিয়ে করিয়ে নেওয়াই হলো আউট সের্সিং।

 (vi) কোন অঞ্চলের শস্য প্রগাঢ়তা' কীভাবে নির্ণয় করা হয়। 

কোনও  কৃষিবর্ষে নির্দিষ্ট পরিমাণ জমিতে একাধিকবার ফসল চাষ করা হলে তাকে শস্য প্রগাঢ়তা শস্য বৈচিত্র বলা হয়। অন্যভাবে বলা যায় প্রকৃত চাষের জমির সঙ্গে মোট চাষের জমির অনুপাত শতাংশে প্রকাশ করা হলে তাকে শস্য প্রগাঢ়তা বলে।

(vi) শুষ্ক কৃষি বলতে কী বোঝো? 

 যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান ৭৫ সেমির কম সে সমস্ত অঞ্চলে এই অল্প বৃষ্টির জলকে কাজে লাগিয়ে মূলত খরা প্রতিরোধী ফসলের চাষকে বলা হয় শুষ্ক কৃষি। শুষ্ক কৃষির ফসল - শুষ্ক কৃষির প্রধান ফসল গুলি হল গম, ভুট্টা, মিলেট ও ডাল । অবস্থান - এই কৃষি প্রধানত খরা প্রবন মরু ও মরুপ্রায় অঞ্চল গুলিতে হয়ে থাকে।

অথবা, সোনালী চতুর্ভুজ কাকে বলে? 

দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে ভারত সরকার 1999 খ্রিস্টাব্দের খ্রীঃ 2রা জানুয়ারি National Highways Development Project নামে একটি কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচীর অঙ্গ হিসাবে এদেশের অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ চারটি মহানগর তথা কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাইকে 5846 কিমি দৈর্ঘ্যের 4 লেন বা 6 লেন  বিশিষ্ট জাতীয় সড়ক দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা নেওয়া হয়, তাকে সোনালী চতুর্ভুজ। এই পরিকল্পনা বাস্তবায়নের ফলে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় হ্রাস পেয়েছে, শিল্পের উন্নতি ঘটছে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

(viii) পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। 

 ভূতাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ-উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়, তাহলে তাকে পূর্ববর্তী নদী (Antecedent River) বলে ।


উদা: সিন্ধু, শতদ্রু, ব্রক্ষ্মপুত্র, গঙ্গা প্রভৃতি নদ-নদীগুলির মস্তকের দিকের অংশ হিমালয় পর্বত উত্থিত হওয়ার আগেই ঐ অঞ্চলে অবস্থিত ছিল । পরবর্তীতে হিমালয় পর্বত উত্থানের পরও ঐ সকল নদ-নদীগুলি নিম্নক্ষয়ের মাধ্যমে ঐ অঞ্চলে নিজেদের প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে । তাই উক্ত নদ-নদীগুলি পূর্ববর্তী নদীর প্রকৃষ্ট উদাহরণ ।

অথবা, কোন্ ধরণের জলনির্গম প্রণালীতে জলধারাগুলি পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয়।

পিনেট জাতীয় জলনির্গম প্রনালিতে 

 (ix) আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় কেন? 


(x) জনঘনত্ব কাকে বলে। 

জনঘনত্ব বলতে বোঝায় কোন দেশ বা নিদিষ্ট অঞ্চলের মোট আয়তনের তুলনায় ঐ দেশ বা অঞ্চলে প্রতিবর্গ কিমিতে কত সংখ্যক লোক বসবাস করে তার পরিমানকে বোঝায়। অর্থাৎ জনঘনত্ব হল কোনো নিদিষ্ট আয়তনের ভূভাগ ও ঐ ভূভাগে বসবাসকারী মোট জনসংখ্যার অনুপাত।

জনঘনত্ব =  মোট জনসংখ্যা / মোট আয়তন 

যেমন – ভারতে ২০১১ সালের জনগণনা অনুসারে মোট জনসংখ্যা প্রায় ১২১ কোটি এবং ভারতের মোট আয়তন প্রায় ৩২ লক্ষ অর্থাৎ ২০১১ সালে ভারতের জনঘনত্ব ছিল ৩৮২ জন/ বর্গকিমি ।

অথবা, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো?

কাম্য জনসংখ্যা বলতে কোন দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সবথেকে অনুকূল জনসংখ্যাকে বোঝানো হয় । অর্থাৎ কোন দেশের জনসংখ্যার সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে উঠলে, তাকে কাম্য জনসংখ্যা বলে।

 (xi) সামাজিক নৈকট্য কোন ধরণের জনবসতি গড়ে তোলে? 

সামাজিক নৈকট্য গোষ্ঠী জনবসতি গড়ে তোলে

(xii) নেক্রোপলিস কাকে বলে? 

 চরম নগরায়নের ফলে যখন বিপুল পরিমান জনসংখ্যার চাহিদা মেটাতে নাগরিক পরিসেবা বিপর্যস্ত হয়, তখন সমগ্র দেশে দুর্ভিক্ষ, মহামারি, গৃহ যুদ্ধ প্রভৃতির প্রভাবে যে মৃত প্রায় পৌর বসতির উদ্ভব ঘটে সেই পৌরবসতিকে নেক্রোপলিস বলে।

অথবা, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও।

পরিকল্পনা অঞ্চল হল আঞ্চলিক পরিকল্পনার সবথেকে উপযুক্ত আঞ্চলিক একক। পরিকল্পনা অঞ্চল আলােচনার ক্ষেত্রে সমধর্মীতা এবং কেন্দ্রীকতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রথাগত এবং কার্যকারী অঞ্চল মিলিত হয়ে যে নতুন অঞ্চল গড়ে তােলে, তাকে পরিকল্পনা অঞ্চল (Planning Region) বলে।

 (xiii) মেঘভাঙা বৃষ্টি কী? 

মেঘ ভাঙা বৃষ্টি এক প্রকারের অপ্রত্যাশিত ও আকস্মিক বৃষ্টি যা হঠাৎ করে সৃষ্টি হয়, যার ফলে হড়পা বান ঘটে। অন্যভাবে বললে মেঘ ভাঙা বৃষ্টি হল - খুব অল্প সময়ের জন্য ( ১ মিনিটের কম ) শিলা ও বজ্রপাতের সমন্বিত অত্যাধিক পরিমান বৃষ্টি, যার ফলে ধবংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়, যেমন – বন্যা, ভূমিধ্বস, হিমামী সম্প্রপাত, সলিফিকেসন, কাদাপ্রবাহ, মৃত্তিকা প্রবাহ, সয়েল ক্রিপ ও পুঞ্জিত ক্ষয়ের মতো

(xiv) সোয়ালো হোল কাকে বলে? 

কার্স্ট অঞ্চলে দ্রবন প্রক্রিয়ায় অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, এদের মধ্যে দিয়ে জল সহজেই ভূ-অভ্যন্তরে প্রবেশ করতে পারে, এই ধরণের উন্মুক্ত গহ্বরমুখকে সোয়ালো হোল বলে।

অথবা, জরায়ুজ অঙ্কুরোদ্‌গম কী?


*********************************************************************************


3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 

 (a) রিয়া ও ফিয়র্ড উপকূলের চারটি পার্থক্য লেখো। ক্লিন্টস ও গ্রাইক কাকে বলে? ভারতে কাস্ট ভূমিরূপ কোথায় দেখা যায়?। 

অথবা, সামুদ্রিক ক্ষয়ের নিয়ন্ত্রকগুলি কী কী? সমুদ্র তরঙ্গ কোন্ কোন্ প্রক্রিয়ায় উপকূলের ক্ষয়সাধন করে। 

(b) মৃত্তিকাক্ষয়ের কারণসমূহ আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য আলোচনা করো।অথবা, সমুদ্রতরঙ্গের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। উত্থিত উপকূল

(c) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর 'জেটপ্রবাহ'-এর প্রভাব বিশ্লেষণ করো।

অথবা, পরিবেশের ওপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি বিশ্লেষণ করো।

(d) দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলো আলোচনা করো। জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষিক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যাবর্তনের সংজ্ঞা দাও।

 অথবা, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়নশিল্পের উন্নতি লাভের কারণগুলো কী কী? ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চলগুলির নাম লেখো।

(e) পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি হওয়ারর কারণ কী? রৈখিক জনবসতি কাকে বলে? 

অথবা, জনসংখ্যা বণ্টনে প্রজন্মের ভূমিকা উল্লেখ করো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার দুটি কারণ উল্লেখ করো।






Reactions

Post a Comment

0 Comments

Ad Code